
জীবনে এক মুহুর্ত যাবে ভীষণ খারাপ,সব কিছু আবছা আর এলোমেলো। সবকিছু অসুন্দর সবকিছু যেন অগোছালো। জীবনের সেই মুহুর্তটা পার করা বড্ড কঠিন, বড্ড কষ্টকর। যখন আচমকা সব এলোমেলো হয়ে যায় কিচ্ছু ভাল লাগেনা। মনে হয় জীবন বুঝি শেষ হল,বাচবনা আর। কিন্তু আল্লাহ তায়ালা বাচিয়ে রাখেন, সেই পরিস্থিতে বেচে থাকি আমরা। এই আশায় যে একদিন সব হবে, এই আধার কাটবে। এই আধার রাত শেষে আলোময় ভোর আসবেই। ইনশাআল্লাহ। আমরা সেই ভোরের আশায় থাকি। আল্লাহ তায়ালা সব ঠিক করবেন, নিশ্চই করবেন। তিনি উত্তম পরিকল্পনাকারী। তিনিই একক মালিক।