Posts

Showing posts from March, 2022

সুন্দরের চর্চা

Image
বিদেশী একটা প্রবাদ আছে যে, সুন্দর জিনিস দেখো ও সুন্দর জিনিস খাও তুমি সুন্দর কিছু সৃষ্টি করতে পারবে। কথাটা কোন দেশি উপকথা তা সম্পর্কে অবগত না থাকলেও কথাটি যে একশ ভাগ সত্য তা নিশ্চিত পুরোটাই। সুন্দর জিনিসের বা সুন্দর (পড়ুন ভাল,ন্যায়পরায়ন ও সততা আছে এমন মানুষ) মানুষের সংস্পর্সে থাকলে মানুষ সুন্দর সৃষ্টিশীল কিছু ভাবতে পারে। সে বুঝতে পারে এই পৃথিবীতে মানুষ এসেছে কেবলই অন্যের জন্য নিজের জন্য নয়। অন্যের উপকারেই যে স্বাদ তা সে টের পেতে পারে।