Posts

Image
জীবনে এক মুহুর্ত যাবে ভীষণ খারাপ,সব কিছু আবছা আর এলোমেলো। সবকিছু অসুন্দর সবকিছু যেন অগোছালো। জীবনের সেই মুহুর্তটা পার করা বড্ড কঠিন, বড্ড কষ্টকর। যখন আচমকা সব এলোমেলো হয়ে যায় কিচ্ছু ভাল লাগেনা। মনে হয় জীবন বুঝি শেষ হল,বাচবনা আর। কিন্তু আল্লাহ তায়ালা বাচিয়ে রাখেন, সেই পরিস্থিতে বেচে থাকি আমরা। এই আশায় যে একদিন সব হবে, এই আধার কাটবে। এই আধার রাত শেষে আলোময় ভোর আসবেই। ইনশাআল্লাহ।  আমরা সেই ভোরের আশায় থাকি। আল্লাহ তায়ালা সব ঠিক করবেন, নিশ্চই করবেন। তিনি উত্তম পরিকল্পনাকারী। তিনিই একক মালিক।
 আমরা প্রতিটা কাজেই ইন্সপিরেশন খুজি। জীবনের মানে খুজি। প্রতিটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর জিনিসে ইচ্ছে খুজি,আনন্দ খুজি। কবে কি করব তার আশা করি। আশা করি স্বচ্ছ কাচের চায়ের কাপ কিনে চায়ের লাল রঙ টা দেখতে দেখতে জানালার ধারে বসে কবে চা খাবো তা। আশা করি সামনের মানি প্লান্ট টার এই হলদে হয়ে যাওয়াটা হলেই পাতাটা উপড়ে ডায়রির ভাজে লুকোবো বলে।

সুন্দরের চর্চা

Image
বিদেশী একটা প্রবাদ আছে যে, সুন্দর জিনিস দেখো ও সুন্দর জিনিস খাও তুমি সুন্দর কিছু সৃষ্টি করতে পারবে। কথাটা কোন দেশি উপকথা তা সম্পর্কে অবগত না থাকলেও কথাটি যে একশ ভাগ সত্য তা নিশ্চিত পুরোটাই। সুন্দর জিনিসের বা সুন্দর (পড়ুন ভাল,ন্যায়পরায়ন ও সততা আছে এমন মানুষ) মানুষের সংস্পর্সে থাকলে মানুষ সুন্দর সৃষ্টিশীল কিছু ভাবতে পারে। সে বুঝতে পারে এই পৃথিবীতে মানুষ এসেছে কেবলই অন্যের জন্য নিজের জন্য নয়। অন্যের উপকারেই যে স্বাদ তা সে টের পেতে পারে।